Wednesday, May 6, 2020

রঙ



৬ মে, ২০২০
সন্ধ্যা: ০৭.০৭ মিনিট

রঙ কি অদ্ভুত একটা জিনিস। রঙের ব্যবহারে একটা জিনিস কত না ভিন্নতা পায়। বৈচিত্যতা পায়। প্রকৃতিতে রঙের কি অপূর্ব ব্যবহার। আকাশের রঙ নীল। গাছ, পাহাড়ের রঙ সবুজ। ঝরে পড়া হলুদ পাতা। রক্তের লাল রঙ। লাল, সবুজ, নীল, হলুদ, বেগুনী, আসমানী, কমলা। সাতটি রঙ। সাতটি অনুভুতি। একটা রুমের দেয়াল গুলো গোলাপী হলে কেমন রোমান্টিক লাগে। একটি নীলাভ ডিমলাইট রুমের পরিবেশ পরিবর্তন করে দেয়। মনে ভালো লাগার অনুভতি এনে দেয়। বেলকনিতে বসে সামনের দালানগুলো গাঢ় রঙ চোখে প্রশান্তি ছুয়ে দেয়।