Friday, June 9, 2017

গল্প ধার





৯ই জুন, ২০১৭
রাতঃ ৯.০০ মিনিট

কেউ আমাকে একটা গল্প ধার দিবেন? আমার মাঝে মাঝে গল্প বা এ জাতীয় কিছু একটা লিখতে মন চায়। কিন্তু কিছুই লিখতে পারি না। আসলে যখন গল্প উপন্যাস পড়ি, তখন মাথায় শুধু মনে হয় একটা কিছু লিখি। কিন্তু লিখতে গেলে কিছুই মাথায় আসে না। মাথা পুরোপুরি খালি খালি মনে হয়। কেন জানি না এমন হয়।

যেহেতু কিছু একটা লিখতে মন চাচ্ছিল তা ভাবলাম একটা গল্প ধার করি। লেখকরা তো প্রায়ই অন্যের গল্প লেখেন। নিজের জিবনের কথার চেয়ে তো অন্যের গল্পই বেশি করেন। হয়ত এদের মধ্যে বেশির ভাগ গুলারই অস্তিত পৃথিবীতে নেই। কিন্তু এমন কিছু তো আছে, যার গল্প গুলো পৃথিবীর কারও সাথে বেশি মিলে যায়। অথবা অন্য একজন কে কেন্দ্র করে লেখা হয়েছে। সেই গল্প গুলো কি ধার করা নয়?

আসলে গল্প তো সবই ধার করে লিখতে হয়। নিজের জিবনের গল্প আর কত লিখা যায়। আর লিখলেও তো ওগুলা আত্মকাহীনি হয়ে যায়। গল্প আর থাকে কোথায়? গল্প লিখতে গেলেই অন্যের জীবনের কাহিনী ধার করা।

যাক সে কথা। যা বলতেছিলাম কেউ কি একটা গল্প দেবে, কিছু একটা লিখবো...?

Saturday, June 3, 2017

বই পড়া


৩রা জুন, ২০১৭
দুপুরঃ ৩.১৭ মিনিট

কাল দুপুরে একা বসে ছিলাম। কিছুই ভাল লাগছিল না। কি করবো বুজতেছিলাম না। কিভাবে সময় কাটানো যায় ভাবতেছিলামভাল লাগার মতো কিছু পাচ্ছিলাম না। আমি সাধারনত অনেক মুভি দেখি। কিন্তু মাঝে মাঝে মুভি দেখতে ভাল লাগে না। যদিও দিনে পাঁচ-ছয়টার বেশি মুভি দেখে আমার অভ্যাস আছে। আমি আগে হলিউডের মুভি বেশি পছন্দ করতাম। কিন্তু এখন মনে হয়ঃ হলিউডের মুভিতে সুপার হিউম্যান, কল্পনীয়, এক্সটা অনেক কিছু থাকে রিয়েলিটি খুব একটা থাকে না। কাহিনী কাহিনীই মনে হয়, আমাদের বাস্তব জীবনের সাথে মিলে না। সেদিক দিয়ে হিন্দী মুভি গুলেতে রিয়েলিটি বেশি থাকে। মনে হয় এমন কিছু একটা তো ঘটতেও পারতো। কিন্তু তখন বাংলা, হিন্দী, ইংলিশ কোন মুভি দেখতেই ভাল লাগছিল না।

আমার সময় কাটানোর আর একটা বড় উপায় হল প্রোগ্রামিং করা। আমি যে সময় কাটানোর জন্য প্রোগ্রামিং করি তা না। প্রোগ্রামিং করতে গেলে আমার সময় যে কোন দিক দিয়ে চলে যায় বুজতে পারি না। কালও  প্রোগ্রামিং করতেও ভাল লাগছিল না। মাঝে মাঝে মাথাটা খালি হয়ে যায়। কোন প্রবলেমই মাথায় ঢুকে না। কোন সলিউশান মাথায় আসে না। কাল আসলে মনটাই বিক্ষিপ্ত হয়ে ছিল। কোন কিছুতেই মন বসছিল না।

অতঃপর আমার মনে হল বই পড়া যায়। আমার কয়েকটা হবির মধ্যে আছেঃ মুভি দেখা, প্রোগ্রামিং করা, বই পড়া। কিন্তু আমি তখন আবিষ্কার করলাম বই পড়া আমার সবচেয়ে পছন্দের শখ। তখন কিছুই করতে ভাল লাগছিল না, কিন্তু বই পড়তে খারাপ লাগছিল না। বরং খুব উপভোগ করছিল। আসলে বই পড়তে গেলে আর একটা কাহিনীর ভেতরে এত মনোযোগ থাকে যে, আমার বর্তমান অবস্থা মনে থাকে না। আগে আমি বই পড়ার প্রতি এত পাগল ছিলাম যে বলার বাহিরে। অথচ এখন মোবাইল, কম্পিউটার আসার পড়ে আমি এত ব্যস্ত হয়ে পরেছি যে। বই পড়ার টাইম পাই না। আমি যে কোন সময় বই পড়তে পারি। হার্ডকপি না হলেও সফটকপি পড়তে আমার খারাপ লাগে না। আসলে বই পড়া এত উপভোগ করি যে বই পড়াটাই আসল মনে হয়। পিডিএফ না বই এটা প্রবলেম হয় না। তবে ভাল গল্পের বই হতে হবে। অথবা পছন্দের কোন লেখকের বই। বই পড়া আসলেই আমার বেস্ট হবি...<3