Friday, June 9, 2017

গল্প ধার





৯ই জুন, ২০১৭
রাতঃ ৯.০০ মিনিট

কেউ আমাকে একটা গল্প ধার দিবেন? আমার মাঝে মাঝে গল্প বা এ জাতীয় কিছু একটা লিখতে মন চায়। কিন্তু কিছুই লিখতে পারি না। আসলে যখন গল্প উপন্যাস পড়ি, তখন মাথায় শুধু মনে হয় একটা কিছু লিখি। কিন্তু লিখতে গেলে কিছুই মাথায় আসে না। মাথা পুরোপুরি খালি খালি মনে হয়। কেন জানি না এমন হয়।

যেহেতু কিছু একটা লিখতে মন চাচ্ছিল তা ভাবলাম একটা গল্প ধার করি। লেখকরা তো প্রায়ই অন্যের গল্প লেখেন। নিজের জিবনের কথার চেয়ে তো অন্যের গল্পই বেশি করেন। হয়ত এদের মধ্যে বেশির ভাগ গুলারই অস্তিত পৃথিবীতে নেই। কিন্তু এমন কিছু তো আছে, যার গল্প গুলো পৃথিবীর কারও সাথে বেশি মিলে যায়। অথবা অন্য একজন কে কেন্দ্র করে লেখা হয়েছে। সেই গল্প গুলো কি ধার করা নয়?

আসলে গল্প তো সবই ধার করে লিখতে হয়। নিজের জিবনের গল্প আর কত লিখা যায়। আর লিখলেও তো ওগুলা আত্মকাহীনি হয়ে যায়। গল্প আর থাকে কোথায়? গল্প লিখতে গেলেই অন্যের জীবনের কাহিনী ধার করা।

যাক সে কথা। যা বলতেছিলাম কেউ কি একটা গল্প দেবে, কিছু একটা লিখবো...?

No comments:

Post a Comment