Wednesday, September 20, 2017

মুভি দেখা




২০ই সেপ্টেম্বর, ২০১৭
রাতঃ ১.০৫ মিনিট
মুভি দেখা আমার একটা বড় নেশা। আমি ঘন্টার পর ঘন্টা মুভি দেখে কাটিয়ে দিতে পারি। এক দিনে পাঁচ-ছয়টার উপরে মুভি দেখার অভ্যাস আমার আছে। তবে ভালো মুভি হতে হবে। আমি এখন আর্ট ফ্লিম একটু বেশি দেখি বা পছন্দ করি। বাংলা, হিন্দী, ইংলিশ যে কোন ধরনের আর্ট ফ্লিম। আর্ট ফ্লিম বলতে কাহিনী, প্রেম, ফ্রেন্ডশীপ বা ছোট্ট একটা ঘটনা কেন্দ্র করে মুভি। আগে মারামারি, গোলাগুলি, অ্যাকশন, সুপার-হিউম্যান মুভি দেখতাম। এখন আর এগুলো ভালো লাগে না। বড় হয়েছি তো, আর কত। আমার পিসিতে এখনও সাত-আটশ এর উপরে মুভি কালেকশান আছে। তার মধ্যে বেশির ভাগই দেখা। না দেখা মুভি সব সময়ই একশ এর উপরে থাকে। দেখা মুভির মধ্যে কিছু পছন্দের মুভি গুলোঃ বাংলা মুভির মধ্যে ইন্ডিয়ান বাংলা ভালো কিছু আর্ট ফ্লিম আছে, এই গুলা দেখা পড়েযেমনঃ অন্তহীন, বাইশে শ্রাবন, কাটাকুটি, খাঁদ, লোড-শেডিং, অন্য বসন্ত, রন্জনা আমি আর আসবো না, তিতলি এগুলা পছন্দের মুভি। হিন্দি মুভি তো প্রায় গুলাই ভালো। বেশি পছন্দের মুভি আছেঃ থ্রি ইডিটস, অয়েক আপ সিড, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি। মাসান, ট্রাফিক বা এ উয়েডনেস ডে ভালো লাগে। তবে শাহরুক, আমির বা রনবীর কাপুর এর সব মুভিই পছন্দ। হলিউডের তো মুভি বেশ পছন্দ করতাম কিছু কাল আগেও। উইল স্মিথ, টম হ্যাংক, টম ক্রুজ, রুশেল ক্রু, জনি ডেপ, হিউ জ্যাকম্যান, লিউনাদ্রো ডিউক্রিপ এর প্রায় মুভিই পছন্দের। আমার হলিউডের প্রেম মুভি গুলো খুব ভালো লাগে। সব মিলিয়ে কিছু প্রিয় মুভি হলঃ টাইটানিক, সেইফ হ্যাভেন, ফরবিডেন কিংডম, ফ্লিপড, চেসিং লিবার্টি, ফরেস্ট গাম ইত্যাদি। সিরিজ গুলার মধ্যে হ্যারি পটার, এক্স-ম্যান, স্টার ওয়ার্স, ম্যামি, পাইরাটস অফ দ্যা ক্যারাবিয়ান, জেমস বন্ড ইত্যাদি পছন্দের। আমি এনিমেশন মুভি বেশ পছন্দ করি। যেমনঃ আইস এজ, ডিসপেকেবল মি, কংফু পান্ডা ইত্যাদি


No comments:

Post a Comment