Friday, February 19, 2021

সাজেক ট্যুর


 

সন্ধ্যাঃ ৬.২০ মিনিট

১৯ ফেব্রুয়ারি ২০২১


কিছুদিন আগে আমি সাজেক গিয়েছিলাম৷ সাজেক একটা ছোট পাড়া/গ্রাম কে ঘিরে গঠিত৷ তেমন বড় না এলাকা টা৷ ১০/১৫ মিনিট হাটলে পুরা পাড়া টা ঘুড়া হয়ে যায়৷ এক মাথা থেকে সোজা রাস্তা ধরে ২ পাশে কিছু বাড়ি৷ আমি সাজেক যাওয়ার আগে "বাংলালিংক বাংলার পথে" একটা প্রোগ্রাম থেকে সাজেক এর ৮/৯ বছর আগের একটা এপিসড দেখেছিলাম৷ কয়েকটা আধিবাসী বাড়ি৷ খালি জায়গা সব৷ আমি যাওয়ার পর যা দেখলাম, রাস্তার ২ পাশে অনেক কটেজ/হোটেল৷ খাবার রেস্টুরেন্ট৷ ছোট একটা জায়গা, এত্তো এত্তো মানুষ! যদিও আমরা শুক্রবার গেছিলাম৷ শীতের সময়, অনেক মানুষ ঘুরতে যায় তখন৷ মানুষের ভীড়ের জন্য একটু বিরক্তিকর লাগছে৷


সাজেকে একটা জায়গা আছে কংলাক পাহাড়৷ সাজেক ঘুড়তে গেলে, সবাই ওখানে যায়৷ আগে হয়তো জায়গা টা বড় ছিলো, এখন ওখানে বেশ অনেক খানি জায়গা জুড়ে একটা দোকান হয়েছে৷ ওই সময় ২০ হাত জায়গায় ২০০ মানুষ ঘুড়া ফেরা করছিলো৷ কেউ হয়তো ছবি তুলছে৷ এক জনের ছবিতে অন্যরা চলে আসছে৷ এতো মানুষ, সিঙেল ছবি তুলার সুযোগ নাই৷ আমার খুবই মেজাজ খারাপ হইছিলো, এই সব দেখে৷


ফেইসবুকের গ্রুপে সাজেকের যেই সব ছবি দেখে গেছি, বাস্তবে তা পাই নাই৷ অনেকটা আশাভঙ্গ হয়েছে৷ হয়তো শীতের সিজন দেখে হয়তো৷ মেঘ এর ভেসে বেড়ানো, তেমন চোখে পড়ে নাই৷ শরৎকালে গেলে হয়তো বেশি ভালো লাগবে৷ সাজেকে খাওয়া মধ্যে ব্যাম্বো চিকেন টা ভালো ছিলো৷


সাজেকের সব চেয়ে যেটা সুন্দর ছিলো, প্লাস এনজয় করছি, তা হলো সাজেক আসা যাওয়ার রাস্তাটুকু৷ অসাধারণ ভিউ৷ দূর সীমানায় পাহাড়ের সারি৷ একটার পর আরেকটা পাহাড়৷ গাড়িতে যখন যাচ্ছিলাম, গাড়ি কখনো উপরে উঠছে তো উঠছেই৷ আবার যখন নিচে নামছে, তো নামছেই৷ কখনো ডানে, কখনো বায়ে৷ এতো আঁকাবাঁকা রাস্তা যে, আমরা সাজেক যাবার ৭ কিমি আগে থেকে আমাদের রিসোর্ট গুলা দেখতে পাচ্ছিলাম৷ শুধু মাত্র আঁকাবাঁকা আর উপরনিচ রাস্তার জন্য এই ৭ কিমি রাস্তা লাগছে৷


পরিশেষে, সাজেক তেমন ট্রেকিং ট্যুর ছিলো না৷ নাপিত্তাছড়া ঝর্নায় এর থেকে অনেক পরিশ্রম হয়েছিলো৷ সামনে দেবতাখুম, নাফাখুম, কিউকারডং যাবার ইচ্ছে আছে৷ দেখি কবে নাগাদ যাওয়া হয়৷

No comments:

Post a Comment